ভোট দিতে কেউ বাঁধা দেয়নি, মহাখুশি বৃদ্ধা সালেহা
নিজস্ব প্রতিনিধি :
অসুস্থ বৃদ্ধা ছালেহা বেগম। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর এখন আর চলাফেরা করতে পারেন না। তবে
ভোটের খবর শুনে হুইল চেয়ারে চড়েই ভোট দিলেন এই বৃদ্ধা। বুধবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে
১১টার দিকে ভোট দেন তিনি।
বৃদ্ধা সালেহা বেগম (৭০) সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের আফসার আলী
গাজীর স্ত্রী। বসুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।
ভোট দিয়ে বাড়িতে ফেরার সময় সালেহা বেগম বলেন, আমি একজন ভোটার। অসুস্থ হলেও ভোট
নষ্ট করা যাবে না। তাই হুইল চেয়ারে বসে ভোট দিতে এসেছি। ইচ্ছামত ভোট দিলাম। ভোট দিতে
কেউ বাঁধা দেয়নি। আমি খুব খুশি, ভালো লাগছে।
বসুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বাসুদেব
বিশ্বাস জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা
রয়েছে ১২৮৪ জন। এরমধ্যে পুরুষ ৬৬২ ও মহিলার ভোটার ৬৪৪ জন। বর্তমান পর্যন্ত শতকারা ৪৫ ভাগ
ভোট কাস্টিং হয়েছে।
এদিকে, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরায় কঠোর অবস্থানে রয়েছে
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার আশাশুনি, কলারোয়া ও শ্যামনগর উপজেলায় ১৬টি
ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোথাও অপ্রীতিকর
ঘটনার কোন খবর পাওয়া যায়নি।