কলারোয়ায় ৫ জানুয়ারির নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ কর্মশালা
কামরুল হাসানঃ
কলারোয়ার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপির ৫জানুয়ারির নির্বাচনে প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির।
বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীর সদর উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম, তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়সহ নির্বাচনী কর্মকর্তাবৃন্দ।
উপজেলার দুইটি ইউপি নির্বাচনে ১৮ জন প্রিজাইডিং, ৮৪ জন সহকারি প্রিজাইডিং ও ১৬৮ জন দায়িতপ্রাপ্ত পোলিং অফিসার প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
প্রসঙ্গত, পঞ্চম ধাপের ঘোষিত ইউপি নির্বাচনের অংশ হিসাবে আগামী ৫ জানুয়ারি বুধবার উপজেলার ৮ নং কেরালকাতা ও ১০ নং কুশোডাঙ্গা (২টি) ইউপি নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।