কুলিয়ায় চেয়ারম্যান আছাদুল হককে বিজয়োত্তর গণসংবর্ধনা
মোমিনুর রহমানঃ
দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হককে বিজয়োত্তর গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে ইউনিয়নের ২ নং ওয়ার্ড বালিয়াডাঙ্গা ও হিরারচক বাসী এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ গণসংবর্ধনা অনুষ্ঠানটিতে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত ও ছয় বারের ইউপি চেয়ারম্যান আছাদুল হক। ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাহাদাত হোসেন রাজের সার্বিক ব্যবস্থাপনায় এবং সমাজসেবক শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হক শামীম, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইমাদুল হক, সমাজসেবক রওশন আলী সরদার, বাবু গোপাল চন্দ্র বর প্রমুখ। এসময় কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ, যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোশারফ হোসেন, ইউপি সদস্য আবু সাঈদ, ইউপি সদস্য গোলাম রব্বানী, শ্রমিক লীগ নেতা পরান চন্দ্র সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজয় মন্ডল, যুবলীগ নেতা রমজান মোড়ল, ডা. মনিরুজ্জামান, ছাত্রলীগ নেতা সাগর মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বালিয়াডাঙ্গা ও হিরারচক গ্রামের হাজারো নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সংবর্ধনাকালে নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হককে ফুলের মালা, ক্রেষ্ট সহ দুটি স্বর্ণের ও একটি রূপার ঘোড়া উপহার দিয়ে বরণ করে নেন সেখানকার সর্বস্তরের মানুষ। এসময় তারা চেয়ারম্যানের কাছে তাদের এলাকার উন্নয়নের স্বার্থে জরাজীর্ণ সড়কটি কার্পেটিংকরণ এবং যাতায়াতের জন্য লাবণ্যবর্তীর ওপর ব্রীজ নির্মানের দাবী জানান। পরবর্তীতে প্রধান অতিথির বক্তৃতাকালে জনসাধারণের এসকল দাবী পর্যায়ক্রমে পূরনের প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান আছাদুল হক।