সাতক্ষীরায় করোনা প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়া শুরু
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় করোনা প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে এই টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩শ ও সদর হাসপাতালে ২শ জন করে মোট ৫শ জনকে পরিক্ষা মুলকভাবে প্রতিদিন এই বুস্টার ডোজ দেয়া হবে। ষাটোর্দ্ধ ও ফ্রন্ট লাইনের ব্যক্তিরা বুস্টার ডোজ নিতে পারবেন ম্যাসেজ পাওয়ার ভিত্তিতে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মুহাম্মদ হুসাইন শাফায়াত জানান, বর্তমানে সাতক্ষীরায় এ্যাস্ট্রেজেনিকার ৭০ হাজার বুস্টার ডোজ রয়েছে। এছাড়াও সিনোভেক এর ৮০ হাজার ডোজ রয়েছে। জেলায় বর্তমান জন সংখ্যার হারে ৪৫ ভাগ মানুষকে প্রথম ডোজ ও ৩৫ ভাগ মানুষকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। বাকিদের প্রথম ও দ্বিতীয় ডোজ চলমান থাকবে। একই সাথে চলবে বুস্টার ডোজ। প্রতিটি কেন্দ্রে এখন থেকে ৩টি স্থানে টিকা কার্যক্রম চলমান থাকবে।##