সাতক্ষীরা জেলার সামগ্রীক উন্নয়ন ও সমস্যা নিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ’র সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার সামগ্রীক উন্নয়ন বিষয়ে এবং বিভিন্ন সমস্যা নিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ সতক্ষীরা শেখ মফিজুর রহমান এঁর সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় সিনিয়র জেলা ও দায়রা জজ’র কার্যালয়ে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ জেলার মডেল মসজিদ নির্মাণ প্রসঙ্গ, সাতক্ষীরা কোর্ট চত্বরে জনসাধারণের বসার জন্য ছাউনি করে সেট তৈরী এবং জেলার সামগ্রীক উন্নয়নে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ২৭ দফা দাবীসহ জেলার অন্যান্য জনগুরুত্ব¡পুর্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, মহিলা সম্পাদিকা মুর্শিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, নির্বাহী সদস্য তৈয়েব হাসান বাবু, মো. আবুল কালাম, মোহাম্মদ আলী সিদ্দিকী, অধ্যাপক রেজাউল করিম, ডা. আমিরুল ইসলাম মুকুল, সামছুজ্জোহা বাবলুসহ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
ক্যাপশন : সাতক্ষীরার সামগ্রীক উন্নয়ন বিষয়ে এবং বিভিন্ন সমস্যা নিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ সতক্ষীরা শেখ মফিজুর রহমান এঁর সাথে সাক্ষাত ও মতবিনিময় সভায় উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ।
ক্যাপশন : জেলার সামগ্রীক উন্নয়নে ২৭ দফা দাবী সিনিয়র জেলা ও দায়রা জজ এঁর হাতে তুলে দিচ্ছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।