Post Views:
৪৫৯
শ্যামনগরে কৈখালী কোষ্টগার্ডের অভিযানে হরিনগর বাজার থেকে গাঁজা সহ আটক-১ ৷ গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর ২০২১ তারিখ রাত্র ৮ টার সময়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের ওশান শ্রীম্প হ্যাচারী সংলগ্ন থেকে হরিনগর গ্রামের শহিদুল ইসলামেে পুত্র মনির হোসেন (৩০) নামের একব্যক্তিকে ৮শ গ্রাম গাঁজা ও ১ টি মটর সাইকেলে আটক করেন ৷ জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেল এবং ধৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে ৷
Please follow and like us:
20