কলারোয়া সীমান্ত থেকে দুই পাচারকারী আটক-উদ্ধার-১
নিজস্ব প্রতিনিধি:
অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে মানব পাচারের সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে দুই পাচারকারীকে আটক করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার বিকালে উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এ সময় পাচারের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।।
আটককৃত মানব পাচারকারীরা হলেন, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাড়িয়ালী গ্রামের দবির উদ্দীন মোল্লার ছেলে মাকসুদুজ্জামান (২৮) ও একই ইউনিয়নের রাজপুর গ্রামের মৃত মোতালেব ফকিরের ছেলে মফিজুল ফকির (৩০)।
অপরদিকে, উদ্ধারকৃত পাচারের শিকার ওই ব্যক্তি হলেন, গাজীপুর জেলা শহরের ২৬ নং ওয়ার্ডের আই-১৬৭/উত্তর বিলাসপুর এলাকার মৃত মুকুন্দলাল দাসের ছেলে আশিষ কুমার দাস (৪৫)।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন জানান, কলারোয়া উপজেলার সীমান্ত ইউনিয়ন কেড়াগাছির বোয়ালিয়া গ্রামের ফকির পাড়া মোড়ে মের্সাস জারিফ ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর কয়েকজন পাচারকারী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে পাচারকারী মাকসুদ ও মফিজুলকে আটক করা হয়। একপর্যায়ে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ভারতে পাচারের সময় উদ্ধার করা হয় আশিষ কুমার দাসকে। জব্দ করা হয় দুটি মোবাইলসহ নগদ ১৫’শ টাকা।
তিনি আরো জানান, জব্দকৃত আলামতসহ আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা নং-৩৭, তারিখ-২৮/১২/২০২১ ইং।