কলারোয়াতে এই প্রথম পুরাতন ফোন নিয়ে নতুন ফোন দিচ্ছেন বাপ্পি টেলিকম
জুলফিকার আলী:
পোস্ট টাইটেল দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এটাই সত্ত্যি যে আপনি আপনার ব্যবহৃত যেকোন কোম্পানীর মোবাইল ফোনটির বিনিময়ে পাবেন নতুন একটি হ্যান্ডসেট। চমৎকার এই সুযোগটি নিয়ে এসেছে সাতক্ষীরার কলারোয়ার বাপ্পি টেলিকম। কলারোয়াতে এই প্রথম পুরাতন ফোন নিয়ে নতুন ফোন দিচ্ছেন বাপ্পি টেলিকম এর শো-রুমে। সাতক্ষীরার কলারোয়া পৌর বাজারের যশোর-সাতক্ষীরা মহ-সড়কের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বাপ্পি জানান-তিনি কলারোয়াতে এই প্রথম পুরাতন ফোন নিয়ে নতুন ফোন দিচ্ছেন গ্রাহকদের। তিনি আরো বলেন-যে কোন কোম্পানীর পুরাতন ফোন নিয়ে আসতে পারেন তার শো-রুমে। আবার যে কোন কোম্পানীর আপনার পছন্দের নতুন ফোন নিতে পারেন এই শো-রুম থেকে। তাই গ্রাহকরা এখুনে আপনার পুরাতন ফোন দিয়ে নতুন ফোন সংগ্রহ করুন। কলারোয়ার বাপ্পি টেলিকম এর স্বত্বাধিকারী বাপ্পি আরো জানান- আপনার কাছে যদি যেকোন ব্রান্ডের একটি মোবাইল ফোন থাকে তাহলে আপনি আপনার পুরাতন ফোনটির বিনিময়ে নতুন একটি ফোন পাবেন। তবে দাম অনুযায়ী আপনাকে কিছু নগদ অর্থ অতিরিক্ত দিতে হবে। আপনার ফোনটি ভালো করে যাচাই করে যদি এক্সচেন্জের আওতায় থাকে তাহলে আপনাকে নির্দিষ্ট একটি দাম দেয়া হবে এবং আপনি যে ফোনটি নিতে চাচ্ছেন ওই ফোনের দাম যদি পুরাতন ফোনের তুলনায় বেশি হয় তাহলে আপনাকে অতিরিক্ত অর্থ দিতে হবে। যেমন আপনার পুরাতন ফোনের দাম যদি দশ হাজার টাকা হয় এবং নতুন ফোনের দাম যদি বার হাজার টাকা হয় তাহলে আপনাকে পুরাতন ফোনসহ অতিরিক্ত দুই হাজার টাকা দিতে হবে। আপনি যদি আপনার পুরাতন মোবাইলটি এক্সচেন্জ করতে চান তাহলে আপনাকে সাথে করে পুরাতন মোবাইলটির ক্রয়ের রশিদ ও প্যাকেট টি আনতে হবে। এতে করে আপনি অতিরিক্ত ছাড় পাবেন। আর যদি আপনার কাছে এগুলো না থাকে তাহলে আপনাকে জাতীয় পরিচয়পত্র সাথে করে আনতে হবে। বি:দ্র: নষ্ট বা লক করা কোন মোবাইল বিনিময়ের জন্য গ্রহণযোগ্য হবে না।