সাতক্ষীরায় ধর্মীয় সহিংসতা ও সম্প্রতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
Post Views:
৩০৭
শেখ কামরুল ইসলামঃ
সাতক্ষীরায় ধর্মীয় সহিংসতা ও সম্প্রতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল১০টায় সাতক্ষীরা সদর উপজেলা ১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউএন ডিপির অর্থায়নে ও সহায়’র সহযোগিতায় এ আলোচানা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা ফাতেমা-জোহরার সভাপতিত্বে ধর্মীয় সম্প্রীতি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান,ধর্মীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি শেখ আবু হানিফ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি মিন্টু হালদার,সাতক্ষীর খ্রিস্টান মিশন প্রতিনিধি বার্নাবাস বৈরাগী , উপস্থিত ছিলেন দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সকল নতুন পরাতন পুরুষ ও মহিলা ইউপি সদস্যবৃন্দসহ ইউনিয়নের সকল স্তরের জনগন ও সকল শ্রেনির পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. হুমায়ুন কবির।
এসময় বক্তারা বলেন সকল ধর্মের মানুষ আমরা এদেশে মিলে মিশে বসবাস করি এদেশে কাউকে অন্যায় ভাবে কোন জাতী ধ্রমের মানুষের উপর জুলুম নির্যাতন চালাতে দেওয়া হবে না আমরা সকল ধর্মের মানুষ এদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে মিলে মিশে বসবাস করতে চায়।