ভোট শুরুর পরই সংঘর্ষ, মেম্বার প্রার্থীসহ আহত ১০
নিউজ ডেস্ক:
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা বালিকা বিদ্যালয়কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মেম্বার প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন।
রোববার ভোটগ্রহণ শুরুর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে সদস্য প্রার্থী আখের উদ্দিন ও সোহেল রানার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।
আহতরা হলেন- মেম্বার প্রার্থী আখের উদ্দিন, তার সমর্থক জুয়েল আলী, আলম আলী, সাব্বির হোসেন, তারিক হোসেন, শাহরিয়ার, সাগর, লিখন, দেলোয়ার ও প্রিন্সসহ ১০ জন।
জানা যায়, কেন্দ্রের বাইরে দুইপক্ষের আধা ঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়া চলে। দুইপক্ষই লাঠিসোটা নিয়ে পরস্পরকে আক্রমণ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মেম্বার প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন।
তবে বাউসা বালিকা বিদ্যালয়কেন্দ্রে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইমরান হোসেন বলেন, যা কিছু ঘটেছে তা কেন্দ্রের বাইরে। ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।