ডুমুরিয়ার বাদুড়ীয়া কমিউনিটি ক্লিনিকে চুরি সংঘটিত
Post Views:
৩৫০
আব্দুর রশিদ বাচ্চুঃ
ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নে বাদুড়িয়া কমিউনিটি ক্লিনিকে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা সরকারী ঔষধ ও আইপিএস এর ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
কমিউনিটি ক্লিনিকের পরিচালক মোছাঃ ফতেমা বেগম ও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের অ্যাসিস্ট্যান্ট হেলথ ইনস্পেক্টর মোঃ আব্দুল হক চুরির বিষয় বলেন সরকারী ঔষধ ও আইপিএস এর ব্যাটারী চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য প্রায় ১৫ হাজার টাক ।
ক্লিনিক ইনচার্জ মোছা ফতেমা বোগম বলেন, গত ২৩ /১২ /২০২১ বৃহস্পতিবার আমি সারাদিন অফিস করে ক্লিনিক বন্ধ করে যায়। দুই দিন ছুটির পরে আজ ২৬ /১২/২০২১ রবিবার আমি ক্লিনিকে এসে দেখি লোহার দরজার গ্রীল কাটা এবং ভিতরে ঢুকে ঔষধ ঘরের দরজার তালা ভাঙ্গা দেখতে পাই। আইপিএস এর ব্যাটারি ও ঔষধ পত্র নাই ।
ঘটনাটি আমি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের অ্যাসিস্ট্যান্ট হেলথ ইনস্পেক্টর মোঃ আব্দুল হক স্যার এবং মাগুরাঘোনা বীট পুলিশের অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ হাবিব কে অবহিত করি। ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের অ্যাসিস্ট্যান্ট হেলথ ইনস্পেক্টর মোঃ আব্দুল হক বলেন, আমি এসে দেখেছি এবং উর্দ্ধতন কর্মকর্তাদের কে বিষয়টি জানিয়েছি।
মাগুরাঘোনা বীট পুলিশের অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ হাবিব বলেন,ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং লোহার রড ও ভাঙ্গা তালা আলামত হিসেবে পেয়েছি । চোরদের ধরার চেষ্টা চলছে। এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি চুরির মামলার প্রস্তুতি চলছিলো।