শ্যমনগরে আ.লীগের ৮ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
আহাদুর রহমান (জনি):
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী আট নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর শুক্রবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ওই নেতা-কর্মীদেরবহিষ্কার করা হয়।
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক ২৩ ডিসেম্বর প্রেরিত তালিকা অনুযায়ী শ্যমনগরের বিদ্রোহী আট চেয়ারম্যানা প্রার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন ২নং কাশিমাড়ি ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ, ৪নং নুরনগর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী নূরনগর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী মীর আলি মোল্যা, একই ইউনিয়নের নূরনগর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী জিএম গোলাম মোস্তফা, ৫নং কৈখালী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সদস্য ও বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী জিএম শাহজাহান সিরাজ, ৬নং রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী শেখ আল মামুন, ১১নং পদ্মপুকুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী ও পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম হাবিবুর রহমান, সাধারণ সদস্য ও বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী এস এম নুরুজ্জামান এবং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।