জাল সার্টিফিকেট তৈরি,পর্নো ভিডিও সংরক্ষণ ও বিপননের দায়ে ১ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় বিভিন্ন সরকারি, আধাসরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট তৈরি ও পর্নো ভিডিও সংরক্ষণ ও বিপননের দায়ে ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি-১ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত মো: আশেকুর রহমান ওরফে আশিক (২৯) সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড় এভাটার কম্পিউটার মিডিয়ার মালিক এবং শহরের দক্ষিণ কাটিয়ার মো: হযরত আলীর ছেলে।
র্যাব জানায়, অভিযুক্ত আশিক ৩-৪ বছর ধরে বিভিন্ন সরকারি, আধাসরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর র্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক অসাধু ব্যবসায়ী বিভিন্ন জাল ব্যাংক স্টেটমেন্ট, নকল টিকা কার্ড, নকল সূর্যের হাসি সার্টিফিকেট, নকল গ্রাম পুলিশ সার্টিফিকেট, কৃষি বিভাগের জাল সার্টিফিকেট, জাল ট্রেড লাইসেন্স এবং মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক বোর্ডের জাল সার্টিফিকেট তৈরিতে তার বিশেষ পারদর্শিতা রয়েছে এবং বর্ণিত বিভিন্ন ভুয়া সনদ বাণিজ্যে সে সক্রিয়ভাবে জড়িত।
এছাড়াও পর্নো ভিডিও সংরক্ষণ ও বিপননের সাথেও জড়িত। উক্ত সংবাদ পেয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ও ফোর্স ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে এভাটার কম্পিউটার মিডিয়ার মালিক মো: আশেকুর রহমান ওরফে আশিক (২৯)কে গ্রেপ্তার করে।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আশিককে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করত: মামলা করা হয়। যার নং ৫৯, তারিখ ২৪-১২-২০২১, ধারা: ১৮৬০ সালের ৪৬৪, ৪৬৮ ও ৪৭১ পেনাল কোড তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫) (ক)।