একদিনে আরও সাড়ে পাঁচ হাজার মৃত্যু দেখলো বিশ্ব
করোনাভাইরাসের ওমিক্রন ধরন নিয়ে শঙ্কায় রয়েছে ইউরোপ ও পশ্চিম বিশ্বের দেশগুলো। রোজই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৪৯৪ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে এক হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৮ হাজার ৭৪১ জনে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এই তথ্য পাওয়া গেছে।
গেল ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আট লাখ নয় হাজার ৩৭০ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ৩৭৪ জনে।
২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৭ হাজার ৮৫৬ জন এবং মারা গেছেন ৭৪৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট পাঁচ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৩০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং আট লাখ ৩৭ হাজার ৬৭১ মানুষ মারা গেছেন।
এদিকে দৈনিক প্রাণহানির শীর্ষ উঠে এসেছে রাশিয়া। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৭০৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৩ লাখ ৪৩ হাজার ৩৫৩ জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ দুই হাজার ২৬৯ জনের।
যুক্তরাজ্যে রোজই ভাঙছে শনাক্তের রেকর্ড। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২২ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১৩৭ জন। এখন পর্যন্ত এই দেশটিতে এক কোটি ১৮ লাখ ৯১ হাজার ২৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৪৭ হাজার ৮৫৬ জন মারা গেছেন।
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন চার হাজার ১৬৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ২২ লাখ ৩০ হাজার ৭৩৭ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ১৮ হাজার ৪২৯ জনের।
এখনও আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। আর মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত তিন কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৪১৬ জন এবং মারা গেছেন চার লাখ ৭৯ হাজার ২১৮ জন।
এদিকে করোনাভাইরাসের ডেল্টা ধরনের চেয়ে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন অথবা করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন তারাও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, নতুন বছর এবং বড়দিনের ছুটিতে মানুষকে আরও বেশি সাবধান হতে হবে। তাছাড়া করোনা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে দ্রুত।