৮৬ সাতক্ষীরা এর কার্যকরি কমিটি গঠন
শহর প্রতিনিধি:
সাতক্ষীরায় আনন্দঘন পরিবেশে এস এস সি ১৯৮৬ ব্যাচের বন্ধুদের সংগঠন ৮৬ সাতক্ষীরা এর কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সাতক্ষীরা শহরের গোপীনাথপুরস্থ বন্ধু জাফরের খামারবাড়িতে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। পরে আনন্দঘন পরিবেশে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি মো: মাগফুর রহমান, সহ-সভাপতি স্বপন কুমার শীল, সুলতানুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মো: গোলাম রহমান, যুগ্ম সম্পাদক কাজী জামাল উদ্দীন মামুন, অর্থ সম্পাদক ফজলুর রহমান, সহ-অর্থ সম্পাদক ফারুক আহমেদ খান টগর, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, পরিকল্পনা সম্পাদক হাছিবুজ্জামান সিহান, তথ্য ও প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরো, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনি, নির্বাহী সদস্য যথাক্রমে দিলোয়ার মোস্তফা মধু, বরুণ ব্যানার্জী, কাজী নাছির উদ্দীন আহম্মেদ রাজু, মাহমুদ আলী সুমন, মতিয়ার রহমান, শেখ আব্দুর রহমান ও মো: শফিউল ইসলাম।