শোভনালীর শালখালীতে চেয়ারম্যান প্রার্থী নজরুলের অফিস উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসরাম গাইনের নির্বাচনী অফিস উদ্বোধন ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে শালখালী বাজারে এ অফিস উদ্বোধন করা হয়।
স্বতন্ত্র প্রার্থীর আসারস প্রতীকে ভোট প্রার্থনাসহ বিভিন্ন শ্লোগান সহকারে মোটর সাইকেল ও ভ্যান শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে শালখালী বাজারে গিয়ে পথ সভায় মিলিত হয়। ফিতা কেটে নির্বাচনী অফিস উদ্বোধন শেষে অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন, নূর আলী গাজী।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম গাইন। আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আঃ বারীক গাজী, আলহাজ্ব রুহুল আমিন মীর, আলহাজ্ব নূর মোহাম্মদ গাজী, নরেন্দ্র নাথ সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি মোহন্ত কুমার হাওলাদার, দুলাল চন্দ্র বাছাড়, চন্দন কুমার সরকার (বালিয়াপুর), সাদেক হোসেন, আঃ হাই (বালিয়াপুর), ইউনিয়ন আ’লীগের কাউন্সিলর আঃ সামাদ (বাঁকড়া), যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন নয়ন, আঃ রহিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আনিছুর রহমান ও গীতা পাঠ করেন ডাঃ কুমারেশ সরকার। বক্তাগণ বলেন, আনারস প্রতীকের প্রার্থী গৌরবোজ্জল গাইন পরিবারের সন্তান। তার বড় ভাই আঃ ওহাব স্বাধীনতার পর প্রথম ইউপি চেয়ারম্যান ছিলেন, আরেক ভাই শহিদুল ইসলাম বারবার নির্বাচিত স্বনামধন্য চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন। তার উন্নয়নের ছোয়া এখনো ইউনিয়নের পরতে পরতে দৃশ্যমান। তার সুখ্যাতি ও ন্যায়পরায়নতা এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। তার মৃত্যুর পর বর্তমান চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হিসাবে মাঠে নেমে নির্বাচিত হন। দীর্ঘ ৫ বছরাধিক কাল তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ঘুষ-দুর্নীতি, অনিয়মকে তিনি ঘুণা করেন। সরকারি সহায়তা বিতরণে কোন স্বজনপ্রীতি ও অনিয়ম করেননি।
তার কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ এলাকার মানুষ তাকে চেয়ারম্যান পদে নামতে দাবী জানানোয় এবং ইউনিয়নের সার্বিক কল্যাণের স্বার্থে তিনি নির্বাচনে নেমেছেন। তিনি দালাল, চাঁদাবাজী, স্বজনপ্রীতিকে ঘৃনা করেন। অন্যায়ের প্রতিবাদকারী, অসহায় মানুষের হক আদায়ে সংকল্পবদ্ধ নজরুল ইসলামকে তার আনারস প্রতীকে ৫ জানুয়ারি ভোট প্রদানের মাধ্যমে আধুনিক ও জনকল্যাণমূলক ইউনিয়ন পরিষদে গড়তে সহায়তা দানের জন্য বক্তাগণ আহবান জানান।