নলতায় এনপিপি’র কমিটি গঠন; সভপতি শাওন, ওলিউর সম্পাদক
তরিকুল ইসলাম লাভলুঃ
সাতক্ষীরার কালিগঞ্জে সম্মেলনের মাধ্যমে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর ২১ সদস্য বিশিষ্ট নলতা ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে নলতায় সম্মেলনের আয়োজন করা হয়।
কালিগঞ্জ উপজেলা এনপিপি’র সভাপতি ডা. জি এম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা এনপিপি’র সভাপতি মো: আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা এনপিপি’র সাংগঠনিক সম্পাদক দেবব্রত অধিকারী, জেলা যুব পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা এনপিপি’র সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর।
শাওন হোসেনকে সভাপতি ও ওলিউর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যর অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহিনুর রহমান, রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সমীরণ বসাক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক অরুপ বসাক, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আরিফ বিল্লাহ, যুব বিষয়ক সম্পাদক রিপন হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য আবজাল হোসেন, বাসুদেব পাল, সুমন হোসেন ও রফিকুল ইসলাম।
Please follow and like us: