কলারোয়ায় নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত অবহিতকরণ সভা
কামরুল হাসানঃ
কলারোয়ায় নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত অবহিতকরণ
সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে কেরালকাতা
ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচন-২১’ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের
উপস্থিতিতে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ
মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী
অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত
বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ও দুটি ইউপি নির্বাচনের
রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সহকারী
মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার
দাস সহ নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উভয় ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী
চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীগণ। উল্লেখ্য, অবহিতকরণ সভায় সকল
প্রার্থীদের মাঝে ভিডিও ক্লিপ’র মাধ্যমে প্রার্থীদের প্রচার- প্রচারণা সহ
নির্বাচনী সকল আচরণ বিধি তুলে ধরা হয়। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, আগামী ৫ জানুয়ারী-২২’
উপজেলার ৮ নং কেরালকাতা ও ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচন
সুষ্ঠ,সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকার। তিনি
সকল প্রার্থীদের সহযোগীতা কামনা করে বলেন, কোনভাবেই নির্বাচনী আচারণ বিধি
লঙ্ঘন করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন।