আশাশুনিতে মেম্বার প্রার্থী সিরাজুলের নির্বাচনী ইশতেহার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সিরাজুল ইসলাম আগামী ৫ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত সমাবেশে তিনি ইশতেহার ঘোষণা করেন।
মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দু’বারের নির্বাচিত সফল মেম্বার সিরাজুল ইসলাম এবারের নির্বাচনে তালাচাবী প্রতীকে ভোট প্রার্থনা করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তিনি বলেন, ওয়াপদা থেকে কুলসুমিয়া মাদ্রাসা, শীতলপুর ওয়াপদা পীচের মুখ হতে মাজের গাজীর বাড়ি, দাশেররাটি কার্পেটিং হতে জলিল সরদারের বাড়ি, খাশেরাবাদ পাগল মন্ডলের বাড়ি হতে পুইজালা রাস্তার সোলিং করেছি। ওয়ার্ডের সকল গ্রাম (ধীতলপুর, কমলাপুর, দাশেররাটি ও খাসরাবাদ) প্রায় সকল রাস্তা সংস্কার-সোলিং, পাইপলাইনে পানি সরবরাহ, পানির ট্যাংকি (ইউএনডিপি), খাসেরাবাদ ও কমলাপুর স্কুল মাঠ ভরাট, মসজিদ মন্দিরে সহযোগিতা, নিজ অর্থে খাদ্য ও অর্থ সহযোগিতা, শালিসের মাধ্যমে বিবাদ কলহ নিস্পত্তি, রোগশোকে আর্থিক ও শ্রমি দিয়ে সহযোগিতা করেছি। আমি পুনরায় নির্বাচিত হতে পারলে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন (কার্পেটিংসহ), শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করা, গৃহহীনদের পাশে থেকে গৃহের ব্যবস্থা করা, আইন শৃংখলা রক্ষা, মাদক সন্ত্রাস প্রতিরোধ, হিন্দু মুসলিম মিলেমিশে কাজ করা অব্যাহত রাখা, খেলাধুলায় যুবকদের সম্পৃক্ত করা এবং এলাকার অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করতে চাই। এসময় ইসলাম গাজী, শীতলপুর কমলাপুর যুব সংঘের সভাপতি কবিরুল ইসলাম, ইসমাইল হোসেন গাজী, হযরত আলি প্রমুখ উপস্থিত ছিলেন।