বুধহাটায় নৌকার প্রার্থী প্রভাষক ডাবলুর নির্বাচনী সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রভাষক মাহবুবুল হক ডাবলু’র নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকালে বুধহাটা কাঁচা বাজর সংলগ্ন অফিসে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি, সাবেক ছাত্রলীগ ও যবলীগ নেতা এবং বর্তমান আওয়ামীলীগ নেতা আশাশুনি মহিলা কলেজের প্রভাষক মাহবুবুল হক ডাবলু নৌকা প্রতীক নিতে বুধহাটা ইউনিয়ন পরিষদে নির্বাচন করছেন। নির্বাচনী সভায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, আশাশুনিতে আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যর্থতার কারনে আমরা জনসেবায় ব্যর্থ হয়েছি। বিগত ২০/৩০ বছরে জনপ্রতিনিধিরা সরকারি সহায়তা সঠিক ভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। নিজেদের কর্মী ও নিজের লোকদেরকে সহায়তা দিয়ে যোগ্যদের বি ত করা হয়েছে। অপরাধ না করলে আজকে নৌকার প্রতীকে ভোট চাইতে হতোনা। এসব অন্যায় এবং মানুষকে বি ত ও লাি ত করা দেখে আমি শিক্ষকতার পাশাপাশি জনসেবায় নেমেছি। সবসময় মানুষের পাশে থেকে সহযোগিতা করতে চেয়েছি। শ্রম ও অর্থ দিয়ে উপকারে আসার চেষ্টা করেছি। সংগঠনকে মজবুত করতে কাজ করেছি। সরকারি এজেন্ডা বাস্তবায়নে সর্বদা মাঠে থেকেছি। তাদের আকুতি ন্যয় প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, সরকারি সহায়তা আত্মসাৎ বন্দ করা। সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে মাঠে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করায় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি যোগ্য হিসাবে পরিচিত হতে পেরেছি। জননেত্রী শেখ হাসিনার মনোনীত হয়ে নৌকা প্রতীক পেয়েছি। আপনারা জননেত্রীর প্রতি সম্মান রেখে নৌকা প্রতীকের পক্ষে রায় দিলে আমি নির্বাচিত হতে পারবো। তখন ইউনিয়নে যত মসজিদ ও মন্দির আছে জুম্মার দিন বা সুবিধামত সময়ে সেখানে গিয়ে ইমাম ও পুরহিতদের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সহ প্রকাশ্য কার্ড বা অন্য ব্যাপারে যোগ্যদের তালিকা করবো। এতে কার্ড বিক্রী বন্দ হবে। পানি নিস্কাশন সমস্যা, খালের বাঁধ দূর করবো। হাট-বাজারে জন প্রতিনিধিদের বোরকাররা পরিবেশ নষ্ট করে, বোরকার দূর করবো। কোন কর্মী দুর্ব্যবহার করলে ব্যবস্থা নেব। আমি জীবনকে জনগণের জন্য ব্যয় করতে চাই। মাদক সেবী-ব্যবসায়ীদের পেশা পরিবর্তন করে পুনর্বাসনের ব্যবস্থা ও ক্রীড়াঙ্গনে যুবকদেরকে ফিরিয়ে আনবো। গত ১০/১৫ বছর ইউনিয়নের মানুষের সাথে মিলেমিশে কাজ করেছি। দলে দলে মানুষ নৌকায় ভিড়ছে। এতে অনেকে ষড়যন্ত্র ও মিথ্যা গুজব ছড়াতে পারে। গুজবে কান না দিতে আহবান জানিয়ে তিনি বলেন, ঘড়যন্ত্র হলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেব। আমি কাজের মানুষ, কাজ করতে গেলে সামান্য ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক। কেউ দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করে দিয়ে সকল এলাকাবাসীর উন্নয়নে কাজ করতে পারি সেজন্য নৌকায় ভোট দিয়ে সুযোগ করে দিবেন। সাাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আফম রুহুল হক এমপির কাছে আমি প্রিয়, তিনি শ্রদ্ধাভাজন ও অনেক ক্ষমতার অধিকারী। আমি তার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এলাকার জন্য অনেক সুযোগ সুবিধা আনতে পারবো। নৌকা না জিতলে এলাকা অনেক কিছু থেকে বি ত হবে। মতবিনিময় সভায় ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলি, বাবুল আক্তার, আজহারুল ইসলাম, মহিউদ্দিন, মেম্বার প্রার্থী কবিরুল ইসলাম, খোকন, বাবলু, মিলন হোসেন, জহিরুল ইসলাম, শাহিন আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।