পর্নকাণ্ডে এবার মুখ খুললেন শিল্পার স্বামী
বিনোদন ডেস্ক:
পর্নো ছবি তৈরির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন থাকা বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে পর্নোকাণ্ডে নিজের অবস্থান স্পষ্ট করেছে তিনি।
রাজ কুন্দ্রা বলেন, ‘পর্নোকাণ্ডের নামে আমার বিরুদ্ধে প্রচুর ভুয়া খবর রটেছে। অনেকেই এ সুযোগে আমার নামে বদনাম করেছেন। আমি এতদিন এসব নিয়ে চুপ থাকার মানে এই নয় যে, এগুলো মেনে নিয়েছি। আমার চুপ থাকাটা দুর্বলতাও নয়। আমি কখনই পর্নো ছবির ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না। এখনো নেই। যেহেতু গোটা বিষয়টা আইনের হাতে তাই আমি এসব নিয়ে মন্তব্য করতে চাই না। আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। সত্যিটা একদিন সামনে আসবেই। তবে, দুঃখের বিষয় হলো, এ ঘটনায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে আমার পরিবার। যা সহ্য করা আমার পক্ষে খুবই কষ্টকর।’
অভিনেত্রী শিল্পার স্বামী গত ১৯ জুলাই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হন। এরপর থেকেই রাজের নামে সামনে আসতে শুরু করে একের পর এক অভিযোগ। এরপর মুম্বাই হাইকোর্ট ১৯ আগস্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় শিল্পার। ২০১২ সালে তাদের সন্তান ভিয়ানের জন্ম হয়। গত বছর রাজ ও শিল্পার ঘরে আসে কন্যা সামিশা।
এর আগে, আইপিএলে ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল রাজ কুন্দ্রার। তখন তিনি রাজস্থান রয়্যালসের মালিক ছিলেন। ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ড ঘটেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল রাজস্থান রয়্যালসকে। দুই বছরের নির্বাসন কাটিয়ে রাজস্থান রয়্যালস আবার আইপিএলের মূল স্রোতে ফেরে। কিন্তু রাজ কুন্দ্রাকে আর দেখা যায়নি মেগা টুর্নামেন্টে।
পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হয়ে দুই মাস কারাগারে ছিলেন বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। ৫০ হাজার রুপি মুচলেকা দেওয়ার শর্তে ২০ সেপ্টেম্বর জামিন পান তিনি। ওই ঘটনায় তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন শিল্পা। এ ঘটনায় তার ভাবমূর্তি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।