এডভোকেট অরুণ ব্যানার্জী কর্মময় জীবন আলেখ্য
ডি এস ডেস্ক :
বাংলাদেশ সংবাদ সংস্থা-বিএসএস’র সাতক্ষীরা প্রতিনিধি এডভোকেট অরুণ ব্যানার্জী। তিনি ১৯৬৭ সালে সাপ্তাহিক জনতায় লেখালেখির মধ্যদিয়ে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭৪ দৈনিক পূর্বাঞ্চল, ১৯৭৬ দৈনিক জনবার্তা, ১৯৭৬ দৈনিক দেশ বাংলার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮২ সালে সাপ্তাহিক আজকালের বার্তা সম্পাদক হিসেবে এবং ১৯৮৪ সালে ঢাকায় দৈনিক জনতার সম্পাদকীয় সহকারী হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে দৈনিক জনতা, ১৯৯৯ সালে দৈনিক মাতৃভূমি এবং ২০০৯ সাল থেকে বাংলাদেশ সংবাদ সংস্থা-বিএসএস’র সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও তিনি ২০০৪-০৬ সাল পর্যন্ত বাংলাদেশ অবজারভারে লেখালেখি করেন। দৈনিক আল আমিন, দৈনিক বাংলাদেশ সময়, দৈনিক জনতা, বাংলার বাণী, দৈনিক পূর্বদেশসহ বিভিন্ন পত্রিকায় তিনি অনিয়মিতভাবে কলাম লেখেন। ২০১২ সালে একুশের বইমেলায় তার নির্বাচিত কলাম প্রকাশিত হয়।
তিনি ১৯৮৭ সালে সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সাথে যুক্ত হন। ১৯৯৪-৯৮ সালে ঐ ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দৈনিক জনতার মফস্বল সাংবাদিক সমিতির সহ-সভাপতি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর কার্যকরী সদস্য, সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের ভাইস প্রেসিডেন্ট, ফেমার কোষাধ্যক্ষ, বাংলাদেশ প্রেসক্লাব ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ছিলেন। তিসি সাতক্ষীরা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের তিন মেয়াদ সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বিএসএস’র প্রশিক্ষণ গ্রহণ করেন।
১৯৬৭-৬৮ সালের ৬ দফার আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে একজন ছাত্র রাজনীতিক হিসেবে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭০ সালে সাতক্ষীরা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ক্লাশ রিপ্রেজেনটেটিভ নির্বাচিত হন। একজন সাংবাদিক হিসেবে মুক্তিযুদ্ধে ভূমিকা পালন করেন। তিনি ১৯৮৬ সালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় যোগ দেন এবং ১৯৯৩ সালে সুপ্রীম কোটের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ১৯৯৭ সাল থেকে নোটারী পাবলিক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি সাতক্ষীরা শহরের সিলভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিএন হাইস্কুল, সাতক্ষীরা কলেজ, বাগেরহাট পিসি কলেজে পড়াশুনা করেন। ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে এমএসসি ডিগ্রী অর্জন করেন। ১৯৮২ সালে ঢাকা টিচার ট্রেনিং কলেজ থেকে বিএড, ১৯৮৩ সালে ঢাকা সিটি ‘ল’ কলেজ থেকে এলএলবি এবং ১৯৮৫ সালে বিএমডিসিতে পোস্ট গ্রাজুয়েট ডিপে¬ামা ইন্ড্রাট্রিয়াল ম্যানেজমেন্ট ডিগ্রী অর্জন করেন।
এ্যাডভোকেট অরুণ ব্যানার্জি ১৯৫২ সালের ৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা শহরের কাছারীপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। পিতা স্বর্গীয় পুলিন বিহারী ব্যানার্জী এবং মাতা শোভারাণী ব্যানার্জী। তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।