ব্রেইন টিউমারে আক্রান্ত মোনাজাত বাঁচতে চায়
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত ওয়াহেদ গাজীর ছেলে মোনাজাত হোসেন (৩৬)। সম্বল বলতে নেই তেমন কিছু, পরিবার নিয়ে বসবাস করেন সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের পাশের একটি ঝুঁপড়ি ঘরে। বছর খানেক আগেও চাঁদপুর মোড়ে রাস্তার পাশের একটি ছোট্ট চায়ের দোকান চালিয়ে বৃদ্ধ মা, স্ত্রী ও দুই শিশু সন্তানের মুখে তিনবেলা খাবার তুলে দিয়েছেন তিনি। অর্থসম্পদ না থাকলেও, ১৩ বছর আগের দুরারোগ্য এক অসুখের কষ্ট ভুলে পরিবার পরিজন নিয়ে বেশ ভালই ছিলেন মোনাজাত। সেসময় ঘটিবাটি বেঁচে প্রায় দেড় লাখ টাকা খরচ করে অপারেশন করিয়ে নিলেও, সম্প্রতি আবারো ১৩ বছর আগের সেই দুরারোগ্য ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন মোনাজাত। ক্রমশ বিকল হতে শুরু করেছে তার শরীরের বাম পাশ; মাঝেমধ্যেই জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি, অজ্ঞান অবস্থায় হচ্ছে খিচুনি-ও। এতে করে বন্ধ হয়ে গেছে তার পরিবারের একমাত্র উপার্জনের পথ ছোট্ট চায়ের দোকানটি। জরুরী ভিত্তিতে আবারো তার ব্রেইন টিউমার অপারেশনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সরকারিভাবে ঢাকাস্থ নিওরো সায়েন্স বা পিজি হাসপাতালে তার ব্রেইন টিউমার অপারেশন করাতে আবারো প্রায় দেড় লক্ষ টাকা প্রয়োজন বলে মোনাজাতকে জানিয়েছেন চিকিৎসকরা। বেসরকারী হাসপাতালে এ অপারেশনের খরচ আরোও ব্যায়বহুল। এমতাবস্থায় অর্থসংকটে চরম বিপাকে পড়েছেন মোনাজাতের হতদরিদ্র পরিবার। বেঁচে থাকতে অপারেশন করানোর জন্য প্রয়োজনীয় আর্থিক সহযোগীতা পেতে সমাজের বিত্তবান ব্যাক্তি ও সেবামুলোক সংগঠনের কাছে আকুতি জানিয়েছেন ব্রেইন টিউমারে আক্রান্ত মোনাজাত হোসেন। সহযোগীতা প্রদানে ইচ্ছুক বিত্তবান ব্যাক্তি বা সংগঠন মোনাজাতের ব্যাক্তিগত ০১৭৫৯৮৪০৩৯৮ (বিকাশ) নাম্বারে যোগাযোগ করতে পারেন।