বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. অরুণ ব্যানার্জীর মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাবের শোক ও সমবেদনা
Post Views:
৪৫৮
কামরুল হাসানঃ
সাতক্ষীরার বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অরুণ ব্যানার্জী পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সিনিয়র সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্য নির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম ও সদস্য মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মিয়া ফারুক হোসেন স্বপন, তরিকুল ইসলাম ও রাজু রায়হান।
উল্লেখ্য, রোববার বিকাল ৩ টায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও সাংবাদিক হিসেবে সুখ্যাত অরুণ ব্যানার্জীর মৃত্যুর খবরে সাতক্ষীরার আইনজীবী ও সংবাদকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা তাঁর আত্মার শান্তি কামনা করেন। তিনি ছিলেন একজন সুলেখক। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা এবং অসংখ্যা আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার প্রদান শেষে পলাশপোল শ্মশানে সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শোক বিবৃতিতে সাংবাদিকরা বলেন, আমরা একজন গুণী সাংবাদিক ও আইনজীবীকে হারালাম। তাঁর শুন্যতা কোনোদিন পূরণ হবার নয় জানিয়ে তারা আরও বলেন, তিনি ছিলেন অগাধ জ্ঞান ও তথ্য ভান্ডারের অধিকারী। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি। একই সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।