স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে খামারী সমাবেশ
নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রাণি হাসপাতাল চত্বরে এসিআই এর সৌজন্যে এ সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুরর রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জয়দেব কুমার সিংহ, সাতক্ষীরা দুগ্ধ শিতলীকরণ কেন্দ্রের ব্যবস্থাপক ডা. মো. নজরুল ইসলাম, এসিআই এ্যানিম্যাল হেলথ যশোর এর ডিএমএস মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, জেলা রেস্তোরা মালিক সমিতির শাহ্ আলম, এসিআই’র এসিই মো. সোহাগ আহমেদ, ইসিএস ড. মো. আল ইমরান, সাংবাদিক শেখ ফরিদ আহমেদ ময়না, আব্দুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, প্রাণিসম্পদ হচ্ছে এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা র্নিবাহের অন্যতম মাধ্যম। প্রান্তিক ও ক্ষুদ্র খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করার লক্ষে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ ও প্রযুক্তি গ্রহণ করে এ অঞ্চলের খামারীরা স্বল্প পুঁজি, স্বল্প জমি ও অল্প বিনিয়োগ করে আত্মর্কমসংস্থান, দারিদ্র্য বিমোচন, আমিষের চাহিদা পূরণ ও নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রাখছে। ধারাবাহিকভাবে এ সাফল্য আগামী দিনে দুগ্ধ উৎপাদনে সাতক্ষীরা জেলাকে প্রথম স্থানে পৌঁছে দিবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খামারীদের শুধু আদর্শ এবং শিক্ষিত খামারী হিসেবে গড়ে উঠতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুগ্ধ খামার মালিক সমিতি’র সাধারণ সম্পাদক শংকর ঘোষ। সমাবেশে শতাধিক খামারী অংশ নেন।