ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন ৩১ জানুয়ারি
নিউজ ডেস্কঃ
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ২১৯ ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।
শনিবার দুপুরে কমিশনের ৯২তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সভা শেষে ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০২২ সালের ৩ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ও ভোটগ্রহণ ৩১ জানুয়ারি।
দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে এরই মধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭ ইউপিতে ভোটগ্রহণ হবে।
Please follow and like us: