বুধহাটা ইউপি’র প্যানেল চেয়ারম্যান শফিউলের মতবনিমিয়
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সফল ইউপি সদস্য আলহাজ্ব শফিউল ইসলাম খোকন পুনরায় মেম্বার পদে নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। রবিবার (১৯ ডিসেম্বর) বিকালে মধ্যম চাপড়াস্থ নিজস্ব বাসভবনে তিনি মতবিনিময় সভার আয়োজন করেন।
এলাকার মানুষ ও সাংবাদিকদের অংশগ্রহনে মতবিনিময়কালে তিনি বলেন, আমি ২নং ওয়ার্ডের মেম্বার হলেও প্যানেল চেয়ারম্যান হিসাবে গোটা ইউনিয়নে জনস্বার্থে কাজ করে এসেছি। সকল ওয়ার্ডে আমার কাজের চিত্র রয়েছে। কিন্তু মূলত দায়িত্¦ হিসাবে আমি নিজ ওয়ার্ডের মানুষের জন্য সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালনের সাথে সাথে নিজ অর্থে অনেক কিছু করেছি। মধ্যম চাপড়া গণ কবরস্থান, খেয়াঘাট মাঠ, পুকুর খনন, মধ্যম চাপড়া পূর্বপাড়া প্রাইমারী স্কুলের পুকুর পুনঃ খনন করেছি। চাপড়া ওয়াপদা থেকে আরএস পাকা রাস্তা পর্যন্ত মাটির কাজ, নিজ অর্থে সোলিং ও পরে কার্পেটিং কাজ হয়েছে। ওয়াপদা থেকে হাবিল মাস্টারের বাড়ি হয়ে শহীদ মাস্টারের বাড়ি পর্যন্ত, ওয়াপদা হয়ে খালেক মাস্টারের বাড়ি পর্যন্ত, আয়ুবের বাড়ি থেকে বাবুর বাড়ি পর্যন্ত, ঈদগাহ হতে মালেকের বাড়ি পর্যন্ত, ওয়াপদা হতে মইরদ্দির বাড়ী পর্যন্ত, ওয়াপদা হতে ঈদগাহ পর্যন্ত, ওয়াপদা হতে মইনুর সরদারের বাড়ি পর্যন্ত সোলিং কাজ করেছি। ওয়াপড়া হতে নজরুল গাজীর বাড়ি পর্যন্ত সংস্কার, বাজার মসজিদ হতে সেলিম সাহেবের বাড়ি পর্যন্ত সোলিং রাস্তা সংস্কার, ওয়াপদা হতে মহিলা মদারাসা পর্যন্ত মাটির কাজ ও পরে সোলিং করেছি। মসজিদ মাদরাসা হেফজখানায় অনুদান প্রদান, বয়স্ক ভাতা শতভাগ করা, ২ শতাধিক পানির ট্যাংকির ব্যবস্থা, ভিজিডি ভিজিএফসহ সকল সরকাারি সহায়তা প্রদানে দুর্নীতিমূক্ত রাখা, মানুষের সুখে দুখে পাশে থেকে নিরন্তর কাজ করেছি। কোন কার্ড পেতে কাউকে ১০ টাকা খরচ লাগতে দেইনি। দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদের সেবা দানে ইনশাল্লাহ কাজ করেছি। এছাড়া ওয়ার্ডের সকল কাজে ও প্রয়োজনে আমি দিনরাত মানুষের পাশে থেকেছি। সরকারি অর্থই নয় বরং আমার উপার্জিত অর্থ থেকেও মানুষের কল্যাণে কাজ করে এসেছি। তিনি পুনরায় এলাকার স্বার্থে ও জনকল্যাণমূলক কাজে নিজেকে ব্যাপক ভাবে সম্পৃক্ত করার সুযোগ দানের জন্য সকলের সমর্থক, সহযোগিতা ও তার পক্ষে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।