বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এড. অরুণ ব্যানার্জী মৃত্যুতে জেলা ওয়ার্কার্স পার্টির শোক
শহর প্রতিনিধি:
বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এড. অরুণ ব্যানার্জী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ৩টায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি একজন মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধিচর্চার মানুষ। তিনি ল’ কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সাতক্ষীরা প্রতিনিধি। তিনি সাতক্ষীরা জজ কোর্টের একজন প্রবীণ আইনজীবী। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য তালা কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাবীর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ময়নুল হাসান, কমরেড আবেদুর রহমান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য কমরেড নাসরীন খান লিপি, কমরেড রফিকুল ইসলাম, কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড আব্দুর রউফ মাস্টার, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিব পদ গাইন প্রমুখ নেতৃবৃন্দ।