চাপড়ায় মেম্বার প্রার্থী কামরুলের নির্বাচনী মতবিনিময়
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কামরুল ইসলাম ফকিরের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) বিকালে চাপড়া বাস স্ট্যান্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের অংশ গ্রহনে মতবিনিময়কালে প্রার্থী কামরুল ইসলাম বলেন, আমি কখনো জন প্রতিনিধি ছিলাম না, তবে জনগসকল মসজিদ ও মন্দিরে সহায়তা প্রদান, মানুষের বিপদ আপদে, অসুখ বিসুখে পাশে থাকা, নিজের আয়ের অর্থদিয়ে জনস্বার্থে মাঠে থেকে কাজ করা, শালিস বিচারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে জনজণের জন্য কাজ করেছি। গুচ্ছগ্রামে জমি উদ্ধার করিয়ে ১০০ পরিবারের ঘর করার সুযোগ সৃষ্টি, ব্রীজের মুখে সড়ক ১৮ ফুটের স্থলে ২৪ ফুট করাতে কাজ করা, মাঠের পাশে আম বকুল গাছ রোপন করেছি। অসহায় গরীব ভ্যান চালকদের ব্যাটারী ও টায়ার কিনে দিয়ে সহায়তা করেছি। আমার নিঃস্বার্থ কাজে ওয়ার্ডের মানুষ আমাকে নির্বাচনে নামতে অনুপ্রাণিত করেছে। আমি নির্বাচিত হতে পারলে জনগণের মেম্বার হয়ে থাকবো, দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়বো। ওয়ার্ডের সকল উন্নয়ন কাজ সমাপ্ত করবো, সরকারি সহায়তা ও জনগণের হক লুট করবো না। জনগণের উন্নয়নই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। এসময় আঃ আজিজ সরদার, মোস্তফা সরদার, মোবারক গাজী, মিঠু সরদার, আব্দুল্লাহ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন ও কথা বলেন।