আশাশুনিতে সদরে মেম্বার প্রার্থী শরিতুল্লাহর নির্বাচনী সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শরিতুল্লাহ’র পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ওয়ার্ডের সোদকনায় মেম্বারের নির্বাচনী অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
আব্দার আলী খাঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেম্বার প্রার্থী এলাকার মানুষের সময় অসময়, সুখে-দুখের সার্থী মোঃ শরিতুল্লাহ। সোদকনা, ধান্যহাটি ও কুড়িকাহুনিয়া গ্রামের নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন, আশরাফ উদ্দিন গাজী, শফিকুল ইসলাম সরদার, আঃ মজিদ সরদার, শেখ আনিছুর রহমান, তপন কুমার অধিকারী, আবু সাইদ প্রমুখ। মেম্বার প্রার্থী শরিতুল্লাহ তার বক্তব্যে বলেন, আমি বিএ পাশ হওয়ায় ওয়ার্ডের মানুষের জমিজমা কাগজপত্র সমস্যা ঠিককরা বা সমস্যা হলেই তাদের পাশে থেকে কাজ করিয়ে দিয়েছি। খাজনা, মিউটিশানসহ সকল কাজে তাদের পাশে থেকেছি। সমস্যা, গোলযোগ হলে শালিস বিচারে কাজ সততার সাথে করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করেছি। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ওয়ার্ডের ছোটখাট রাস্তা সংস্কার কাজ করেছি। বিপদ আপদে রাতদিন মানুষকে সহায়তা দিয়ে এসেছি। অর্থ ছাড়াই মানুষের কাজে নিজেকে জড়িয়ে রেখেছি। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা দুর্নীতি করেছেন কিনা সে স্বাক্ষী আপনারা। কর্মসূচির শ্রমিকদের থেকে অর্থ আদায়ের ঘটনার স্বাক্ষী আপনারা, আমি দুএকটি প্রতিরোধ করার চেষ্টা করেছি। আমার কাজে সন্তুষ্ট মানুষের দাবীর মুখে আমি ভোটে নেমেছি। মানুষ আমাকে বিজয়ী করতে যেমন মাঠে নেমেছে, তেমনি আমার পাশে থাকছে। আমি ওয়াদা করেছি, বিজয়ী হতে পারলে মানুষের হক নষ্ট করবো না বরং নিজের পকেটের টাকা মানুষকে দেব। সরকারের বরাদ্দ যথাযথ ভাবে বিতরণ করা হবে, রাস্তাঘাটের উন্নয়ন, মাদক নির্মূল, সমাজ উন্নয়ন, সুপেয় পানি ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা ও দালালমুক্ত ওয়ার্ড গড়তে কাজ ক্রবো।