আশাশুনিতে বংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি:

আশাশুনিতে মুজিব বর্ষ, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচী মধ্য দিয়ে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিস, প্রতিষ্ঠান, দোকান-পাট সরকারি-বে-সরকারি ভবন, বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ঃ সকাল সাড়ে ৮টায় শহীদ স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলিসহ অন্যদের উপস্থিতিতে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে থানা পুলিশ, অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, ইউএনও ও সাবেক কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন অন্যদের উপস্থিতিতে উপজেলা আ’লীগ, চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান হোসেন, ঢালী মোঃ সামছুল আলম প্রমুখ পুস্পস্তবক অর্পন করেন। এছাড়া আ’লীগের অঙ্গ সহযোগি সংগঠন, অফিসার্স ক্লাব, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতি, বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ৯ টায় আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন, শিক্ষার্থীদের সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির। পরে কুচ-কাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন, থানা পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, রোভার স্কাউটস, বয়েজ স্কাউটস, গার্লস গাইড ও কাব দল। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, চলচিত্র প্রদর্শনী, মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মহিলাদের আলোচনা সভা, মুজিববর্ষের শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ, কাবাডি টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ ও প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আশাশুনি আওয়ামীলীগ অফিস ঃ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, আওয়ীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ফায়ার ব্রিগেড সার্ভিসের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী নিয়ে স্মৃতিসৌধ হয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করা হয়। সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিঃ সহ-সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন সদর সেক্রেটারী বনমালী দাশ, তাতীলীগ সভাপতি হুমায়ুন কবির রাসেল, ভ্যান শ্রমিকলীগ সভাপতি রবিউল ইসলাম নবু, আ’লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, যডুবলীগ নেতৃবৃন্দ।
বুধহাটা সুন্দরবন টেশনিক্যাল এন্ড বিএম কলেজ ঃ জাতীয় পতাকা উত্তোলন, পুষ্মমাল্য অর্পন, আলোচনা সভা ও জাতীয় প্রোগ্রাম শপথ বাক্য পাঠ করা হয়। অধ্যক্ষ সঞ্জয় কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রভাষক মৃনাল কান্তি দাশ, অফিস সহকারী সিরাজুল ইসলাম, অফিস সহায়ক ইউসুফ কবির, সুকুমার দাশ, কম্পিউটার প্রদর্শক বিশ্বনাথ দাশ ও শিক্ষার্থীরা অংশ নেন।
পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ জাতীয় পতাকা উত্তোলন, পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা করা হয়। খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম প্রধান অতিথি ছিলেন। প্রধান শিক্ষক জি এম সাইদার রহমান সাইদের সভাপতিত্বে সভায় অরুন কুমার মন্ডল, প্রদীপ চক্রবর্তী, মাহবুবুর রহমানসহ সহকারি শিক্ষকবৃন্দ আলোচনা রাখেন।
বুধহাটা ইউনিয়নের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ঃ ইউনিয়ন আওয়ামী লীগ: আ’লীগ নেতা নুরুজ্জামান জুলুর নেতৃত্বে আওয়ামীলীগ নেতা আবু সাইদ, মুক্তিযোদ্ধা সন্তান মোজাহার মোড়ল, যুবলীগ সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান রাজু, যুবলীগ কর্মী রিপন হোসেন প্রমুখ পুষ্পমাল্য অর্পণ করেন। জাতীয় শ্রমিকলীগ: ইউনিয়ন সভাপতি হতেম আলীর নেতৃত্বে সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ ও আওয়ামীলীগ নেতা মেহেদী হাসান তুহিন, তহিদুল বিশ্বাস প্রমুখ উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণ করেন। ইউনিয়ন তাঁতীলীগ: সাতক্ষীরা জেলা তাঁতীলীগ সভাপতি কাজী মারুফ হোসেনের নেতৃত্বে ইউনিয়ন তাঁতীলীগ সভাপতি কেসমত আলী, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ, তাঁতীলীগ নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ পুষ্পমাল্য অর্পণ করেন। ইউনিয়ন যুবলীগ: যুবলীগ সভাপতি এজদান আলীর নেতৃত্বে সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান রাজু, যুবলীগ নেতা রুবেল হোসেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমন হোসেন, ওয়ার্ড যুবলীগ সভাপতি খলিলুর রহমান, যুবলীগ নেতা লাভলু হোসেন উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণ করেন। বুধহাটা বাজার বণিক সমিতি : বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদের নেতৃত্বে বুধহাটা খেয়াঘাট চত্বর থেকে র‍্যালী বের করা হয়। পরে সাধারণ সম্পাদক ফারুক ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন, অর্থ সম্পাদক অজয় পাইন সহ কমিটির অন্য কর্মকর্তাবৃন্দ ও বাজার নিয়ন্ত্রণ পাহাদার দল কাচা বাজারস্থ শহীদ মিনার চত্বরে পুষ্প মাল্য অর্পণ করেন এবং প্রতিটি সংগঠন ১মিনিট নিরাবতা পালনের মাধ্যমে শহীদের প্রতি সম্মান প্রদর্শন করেন। বুধহাটা কওছারিয়া দাখিল মাদরাসা ঃ মাদ্রাসার সুপারের সভাপতি শিক্ষকমন্ডলী আলোচনা সভা করেন এবং বিশেষ দোয়া অনুষ্ঠান করা হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)