সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক সুপ্রভাত সম্পাদক আনিছুর রহমানের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি ঃ
সাতক্ষীরার চায়না বংলা শপিং কমপ্লেক্স ও চায়না বাংলা (সিবি) হাসাপাতালের এম.ডি বিশিষ্ট্য ব্যবসায়ী ও স্থানীয় দৈনিক সুপ্রভাত পত্রিকার সম্পাদক ও প্রশাসক কে.এম আনিছুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি—-রাজেউন)। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে দুবাই শহরের একটি হাসপাতালে তিনি মারা যান।
কেএম আনিছুর রহমান (৫৫) সাতক্ষীরা শহরের পারকুখরালী গ্রামের আলহাজ্ব আজিজুর রহমানের ছেলে।
আনিছুর রহমান সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছাড়াও তিনি শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স, চায়না বাংলা (সিবি) হাসপাতাল, চায়না বাংলা ফুড ফ্যাক্টরী, বেসরকারী উন্নয়ন সংস্থা বরসা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় বরসা রিসোর্টের মালিক। এাছাড়া তিনি সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আনিছুর রহমানের ঘনিষ্ঠ জনরা জানান, ব্যবসায়িক কাজ ও চিকিৎসার জন্য দুবাইতে গিয়েছিলেন আনিছুর রহমান। দুপুর একটার দিকে তার আকস্মিক হার্ট এটাক করে। এ সময় দ্রুত তাকে দুবাই শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার মৃতত ঘোষনা করেন। তার মরদেহটি দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে তারা আরো জানান।
সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপী জানান, আনিছুর রহমান সাতক্ষীরা প্রেসক্লাবের একজন সদস্য। আকষ্মিক তার এই মৃত্যুতে তিনিসহ গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটির নেতৃবৃদসহ সকল সদস্যরা।