দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা হয়। সকাল ৮ টায় দেবহাটা উপজেলা চত্বরে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, বাংলাদেশ আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারী সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিকেলে একযোগে দেশব্যাপী শপথ গ্রহন এবং সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ অন্যান্য কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সখিপুর ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা শেখ ফারুক হোসেন রতন, কুলিয়ার নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক, নওয়াপাড়ার নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়ার প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ ঘোষ, জামসেদ আলম, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, শিক্ষা অফিসার শাহজাহান আলী, আ.লীগ নেতা আনোয়ারুল হক, আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রাজ্জাক রনি, উপজেলা তাঁতী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, কৃষকলীগের আহ্বায়ক নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব হুমায়ুন কবির হীম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।