শের-ই বাংলা মেডিকেলের সিসিইউতে আগুন, রোগীর মৃত্যু
নিউজ ডেস্ক:
বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আগুন লেগেছে। এ ঘটনায় এ ইউনিটে ভর্তি রোগীদের অন্যত্র সরিয়ে নেয়ার সময় একজনের মৃত্যু হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মৃত রমনী মোহন দাসের, ৬৫, বাড়ি গৌরনদী উপজেলার সরিকল গ্রামে। তিনি সিসিইউতে ছিলেন। তবে অগ্নিকাণ্ডের সঙ্গে রোগীর মৃত্যুর সম্পর্ক নেই বলে দাবি করছেন হাসপাতাল কর্মকর্তারা।
রোগী মৃত্যুর বিষয়ে হাসপাতালের পরিচালক এমএইচএম সাইফুল ইসলাম বলেন, হৃদরোগে আক্রান্ত ওই রোগী আগে থেকেই মুমূর্ষু অবস্থায় ছিলেন। অগ্নিকাণ্ডের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পৃক্ততা নেই।
এদিকে, হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত। সেন্ট্রাল অক্সিজেন লাইনেও আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গেই রোগীদের পাশের পোস্ট সিসিইউতে সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।