ভোটের লড়াইয়ে দুই ভাই
নিউজ ডেস্ক:
ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে নেমেছেন দুই ভাই। তারা হলেন- এম.এ হোসেন ও এম.এ তাহের।
জানা গেছে, গতবার চেয়ারম্যান নির্বাচিত হন এম.এ হোসেন। এবারো তিনি নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। একই পদের জন্য জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তারই সৎ ভাই এম.এ তাহের। একই পদে প্রার্থী হওয়ায় এলাকায় দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করায় বিপাকে পড়েছেন পরিবারের লোকজন, আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীরা।
এম.এ হোসেন বলেন, বিগত সময়ে এলাকার উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছি। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান ছিল। উন্নয়ন ও শান্তির জন্য জনগণ আবারো নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশা আল্লাহ।
এম.এ তাহের বলেন, আমাকে অনেকে বলছেন নির্বাচন থেকে সরে আসতে। আমি কেন সরে আসব? আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মার্কায় নির্বাচন করছেন আর আমি লাঙ্গল মার্কায় নির্বাচন করছি। তিনি দুবার চেয়ারম্যান ছিলেন। জনগণ কী পেলেন আর কী পেলেন না এটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন আসুন না অন্তত দুজনে মিলে চর মজলিশপুরে নিরপেক্ষ নির্বাচন উপহার দেই।
তিনি আরো বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের মনোনীত ও যোগ্য লোকটিকে চেয়ারম্যান নির্বাচিত করুক। এতে এম.এ তাহের হোক আর এম.এ হোসেন হোক আমার কোনো দুঃখ থাকবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত হলে আমিই প্রথম ফুলের মালা দিয়ে বরণ করে নেব।