নিউজিল্যান্ড সফরে যাওয়া জাতীয় দলের একজন করোনায় আক্রান্ত
স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে সফর করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে পৌঁছার পর সবার কোভিড-১৯ টেস্ট করা হয়। যেখানে একজনের ফল পজিটিভ এসেছে।
গত ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২৮ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি শেষে ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল।
ক্রাইস্টচার্চে পৌঁছে সাত দিনের কোয়ারেন্টাইন সেশন শুরু করে টাইগাররা। কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষা করা হয়। সেখানেই একজনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।
অবশ্য কে করোনায় আক্রান্ত হয়েছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আপাতত তাকে ছাড়াই অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা।
আগামী বছরের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।