আশাশুনি উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুদ্ধিজীবি দিবসের শুরুতে বড়দল ইউনিয়নের কেয়ারগাতিতে শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও কবরে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।
আশাশুনি সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
আশাশুনি সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে কলেজের হল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বুদ্ধিজীবি দিবস পালন প্রস্তুতি কমিটির আহবায়ক ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের প্রধান হাবিবুর রহমান, বাংলা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হোসেন আলি, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান রবিউল ইসলাম, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক শিরিন বাহার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মিজানুর রহমান (রাষ্ট্র বিজ্ঞান)।