কলারোয়ায় সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
কামরুল হাসান।।
কলারোয়ার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১১ ডিসম্বের) সকাল ১১ টায় বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনার চত্বরে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সাবেক সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। স্কুলের সিনিয়র শিক্ষক সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক অ্যাড. আশরাফুল আলম বাবু(এপিপি), উপজেলা আ’লীগের সহ সভাপতি ও সোনাবাড়িয়া হাইস্কুলের জিবি সভাপতি সরদার আমজাদ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, হুলহুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, ইউপি সদস্য ওসমান গণি, ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, মাস্টার আব্দুস সবুর, সমাজসেবক কবি আয়ুব হোসেন, সমাজসেবক ইছহাক গাজী, অভিভাবক সদস্য সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক, সমাজসেবক আব্দুল মাজেদ সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সমাজসেবক রুহুল আমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মাজেদ, সাবেক জিবি সদস্য মাস্টার আব্দুল আলিম, অভিভাবক সদস্য গোলাম সরোয়ার, প্রাক্তন ছাত্র রুস্তম আলী রিপন, আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আ. রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, শিক্ষিকা নাসরিন আক্তার, শিরিনা আক্তার, মাস্টার স্বপন সরকার, আ. সালাম, বদরুজ্জামান, শুভংকর মজুমদার, অফিস স্টাফ সাহিদা খাতুন, ইশারুলসহ শিক্ষার্থীবৃন্দ।
ফলাফল প্রকাশ শেষে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণিতে মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুরূপভাবে, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার-২১’ ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানা যায়।
Please follow and like us: