শ্যামনগরে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা আরিফা বহিষ্কার
Post Views:
১,৫৭১
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগর সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা আরিফাকে বহিষ্কার করেছেন প্রতিষ্ঠানটি ৷ গত ১ অক্টোবর ২০০২ সালে কম্পিউটার বিভাগে সহকারী শিক্ষিকা হিসাবে যোগদান করেন ৷ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করা ব্যক্তিদের সার্টিফিকেট যাচাই-বাছাই করার জন্য স্ব স্ব সার্টিফিকেট দাখিল করা প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই-বাছাইয়ের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ থাকলে প্রতিটি প্রতিষ্ঠান তা সঠিক কি না! জানার জন্য পাঠানো হয়েছে ৷ সেই মোতাবেক সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা আরিফার সার্টিফিকেট প্রদান করা প্রতিষ্ঠান বগুড়ার
“সাবেক” জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী) সংক্ষেপে “নট্রামস” এ পাঠানো হলে কম্পিউটার শিক্ষিকা আরিফার সার্টিফিটের কোন মিল না পাওয়া সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের কর্তপক্ষরা সাময়িক ভাবে আরিফাকে বহিষ্কার করেন ৷ এবং ১০ দিনের মধ্যে এর প্রমান চেয়েছেন বলে জানিয়েছেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন ৷ এ বিষয়ে শিক্ষিকা আরিফার সাথে মোবাইলে যোগাযোগ করলে পরিচয় গোপন করে ফোনটি বন্ধ করে দেন ৷