বিপিএলে খেলবেন মাশরাফী
স্পোর্টস ডেস্ক:
নতুন বছরের শুরুতেই ৬টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আসন্ন এই আসরে খেলার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
করোনা ভাইরাসের কারণে গত বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। তবে এর পরিবর্তে ছোট পরিসরে দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয়েছিল বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে শুরুতে খেলতে না পারলেও শেষের দিকে খেলেছিলেন মাশরাফী।
দেশের অবস্থার উন্নতি হওয়ায় আবারো বিপিএল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে শুরু থেকেই খেলতে চান মাশরাফী। তবে এবারের আসলে তিনি কোন দলে খেলবেন তা এখনো চূড়ান্ত হয়নি।
আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে বিপিএলের অষ্টম আসর। এরই মধ্যে বিপিএলের জন্য দল চেয়ে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছয় দলে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।
এবার দল নিতে আগ্রহ দেখিয়েছে আটটি ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএলের এবারের আসরে কিছুটা নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে বিসিবি। নতুন নিয়মে ৪ জন বিদেশী ক্রিকেটারদের পরিবর্তে একাদশে খেলতে পারবেন ৩ জন বিদেশি ক্রিকেটার।
এদিকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্রিকেটারদের ক্যাটাগরি করা হবে ৬ টি। এর মধ্যে সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৫০ লাখ টাকা। এ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ টাকা, বি ক্যাটাগরি ক্রিকেটাররা পাবেন ১৮ লাখ টাকা।
এছাড়া সি ক্যাটাগরির ক্রিকেটাররা ১২ লাখ টাকা, ডি ক্যাটাগরির ক্রিকেটাররা ৮ লাখ টাকা এবং ই ক্যাটাগরির ক্রিকেটাররা ৫ লাখ টাকা করে পাবেন।