আবারো ‘বাহুবলী’ নির্মাতার ধামাকা, মারকাটারি ৩ মিনিট
বিনোদন ডেস্ক:
প্রকাশ্যে এলো বহুল কাঙ্ক্ষিত ছবি ‘ট্রিপল আর’ এর ট্রেলার। ‘বাহুবলি’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। বৃহস্পতিবার মুক্তি পাওয়া তিন মিনিটের এই ট্রেলারেই নির্মাতা বুঝিয়েছেন, আসছে বছর কী ধামাকা নিয়ে আসতে চলেছেন তিনি!
জানা গেছে, কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। ট্রেইলারে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প ফুটে উঠেছে। ছবিতে জুনিয়র এনটিআর ও রাম চরণ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন, আলিয়া ভাট, শ্রেয়া সরণ, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডি প্রমুখ।
২০২২ সালের ৭ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া এই ছবিটি প্রযোজনা করছেন ডিভিভি দানায়া। সিনেমাটির বাজেট ৪০০ কোটি রুপি। ইতোমধ্যে বহুল প্রতীক্ষিত এই সিনেমার স্বত্ব মোটা অঙ্কে বিক্রি হয়েছে। দক্ষিণের বিভিন্ন বক্স অফিসে এর স্বত্ব বিক্রি হয়েছে: অন্ধ্রপ্রদেশ ১৬৫ কোটি রুপি, নিজাম ৭৫ কোটি রুপি, তামিলনাড়ু ৪৮ কোটি রুপি, কর্ণাটক ৪৫ কোটি রুপি, কেরালা ১৫ কোটি রুপি। সবমিলিয়ে ৩৪৮ কোটি রুপি।
সিনেমাটির হিন্দি সংস্করনের স্বত্ব নিয়েছে এএ ফিল্মস। জানা গেছে, ১০০ কোটি রুপিতে এই স্বত্ব বিক্রি হয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, সবমিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির স্বত্ব বিক্রি বাবদ নির্মাতাদের আয় ৫০০ কোটি রুপি।