শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দুই পরিবার, আহত ৪০
নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের দিরাইয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। উপজেলার কদম্বতলী গ্রামে দুই পরিবারের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।
আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বশির মিয়ার ছেলে শিশু জিল্লুর রহমানের সঙ্গে টর্চলাইট নিয়ে অপর এক শিশুর ঝগড়া হয়। শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যরা একে অন্যের প্রতি ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপে উভয়পক্ষের ৪০ জন আহত হন। পরে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- আশিক মিয়া, দিলশান মিয়া, ফুলরাজ মিয়া, মনরাজ মিয়া, ধনরাজ মিয়া, মনিরা বেগম, সুজিনা বেগম, জিল্লুর রহমান, এমদাদুল হক, জহির মিয়া, সোহাগ মিয়া, সাদির মিয়া, শামসুল ইসলাম, আনহার মিয়া, রাজু মিয়া, লিটন মিয়া, কাজল মিয়া, আবু সায়েদ, আবু তালিব, গুলফান বিবি, আতিক মিয়া, হাবিবুর রহমান ও ফজল হক।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বেলায়েত হোসেন বলেন, মারামারির ঘটনায় ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ভর্তি আছেন ১২ জন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দিরাই থানার ওসি আজিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। টর্চলাইট নিয়ে দুই পরিবারের শিশুরা ঝগড়ায় লিপ্ত হলে পরে বড়রা এসে যোগ দেয়। দুই পরিবারের মধ্যে পূর্বশত্রুতার আছে। ইটপাটকেলের আঘাতে ছোটখাটো জখম হয়েছে। চারজনের আঘাত একটু গুরুতর, বাকিরা সামান্য আহত হয়েছেন।