Post Views:
৪০৪
তালা প্রতিনিধিঃ
তালায় সাংবাদিক শেখ ইমরান হোসেনের দাদি আলেয়া বেগম (৯০) ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি……. রাজেউন)।
বৃহস্পতিবার (০৯-১২-২০২১) বেলা ১২ টার দিকে বাধ্যক্ষজনীত কারনে ইন্তেকাল করেন।৷ মৃত্যুকালে তিনি ২ পুত্র, দুই কণ্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আছর নামাজ বাদ জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
সাংবাদিক শেখ ইমরান হোসেন তার দাদির রুহের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
Please follow and like us:
20