আশাশুনি মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের র্যালী ও আলোচনা সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় আশাশুনি মুক্ত দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে কমপ্লেক্স হলরুমে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আজিজুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, নাজিমুদ্দিন, নূরুল হুদা, ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দের মধ্যে (শোভনালী) আব্দুল গফ্ফার, (বুধহাটা) আব্দুল মান্নান, (কুল্যা) আব্দুল আহাদ, (দরগাহপুর) শেখ আরব আলী, (কাদাকাটি) সাইদ আলী ফকির, (বড়দল) আখের আলী, (শ্রীউলা) আব্দুস সামাদ, (আনুলিয়া) আব্দুল কুদ্দুস, (প্রতাপনগর) মোফাজ্জেল হোসেন প্রমূখ।
আলোচনা শেষে একটি র্যালী আশাশুনি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা স্মৃতি সৌধ চত্বরে গিয়ে শেষ হয়।