ফুলবাড়ীতে ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন
আল হেলাল চৌধুরী, দিনাজপুর :
দিনাজপুরের ফুলবাড়ীতে ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের উপজেলা ট্রেড ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার উত্তর সুজাপুরে অবস্থিত বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, পৌর কাউন্সিলর শ্রী হারান দত্ত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মিল্টন বলেন, ফার্ণিচার শ্রমিকরা হচ্ছেন শিল্পী। শিল্পী তার শিল্প দিয়ে যেকোন জিনিস ফুটিয়ে তোলেন। অবহেলিত ও বিচ্ছিন্ন শিল্পীদের একত্রিত হওয়ায় সাধুবাদ জানান তিনি।
পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, আমরা কোটি টাকার ভবন নির্মাণ করলেও ফার্ণিচার ছাড়া তা মূল্যহীন। ভবন যতই সুন্দর হোক ফার্ণিচার ছাড়া তা গোডাউনের মত। আপনাদের শ্রমের উপরই নির্ভর করে ভবনের সৌন্দর্য।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সহ অনেকে ।
উল্লেখ্য, বিচ্ছিন্ন ও বঞ্চিত ফার্ণিচার শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে গতবছর ফুলবাড়ী উপজেলা ফার্ণিচার শ্রমিক ইউনিয়ন গড়ে তোলেন, যার রেজিস্ট্রেশন নং দিনাজ-৪৩/২০২১। ট্রেড ইউনিয়ন অফিস উদ্বোধনের মাধ্যমে এ শ্রমিক সংগঠনের পূর্ণতা পেল।#
প্রেরক: