আবারো ‘কমেডি’, এবার হিন্দিতে কাচা বাদাম গাইলেন হিরো আলম
বিনোদন ডেস্ক:
হুট করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান হিরো আলম। এরপরে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। তবে সাম্প্রতি তিনি আরো বেশি ভাইরাল হয়েছেন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার জন্য। ইদানিং যাই ভাইরাল হয় সেটি নিয়েই নিজের কণ্ঠে সুর তুলেন হিরো আলম। আর নেটাগরিকরা তার এই কর্মকাণ্ডকে কমেডির সঙ্গেও তুলনা করেছেন।
বেশ কয়েকদিন ধরেই ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গানটি বেশ ভাইরাল হয়েছে। গানের লেখা, সুর এবং গেয়েছেনও ভারতের বীরভূমের ভুবন বাদ্যকর। শুধু মাত্র বাদাম বিক্রি করার জন্য সেই গানটি গেয়ে ভাইরাল হয়েছেন ফেরিওয়ালা। গানটি ফেসবুক, ইউটিউব, টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় ব্যাপক সমাদৃত হয়েছে।
এবার সেই গানের হিন্দি ভার্সন আনছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। শত সমালোচনাতেও যিনি নিজের মতো করে নিজের কাজ করে যান। আলোচনার জন্ম দেন।
এবার তিনি ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানে কণ্ঠ দিলেন। এ গান গাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাকে সবাই অনুরোধ করছে তাই আমি একটু বিনোদন দেওয়ার জন্য অন্যরকমভাবে হিন্দিতে ‘কাঁচা বাদাম’ গানটা গেয়েছি। এখন মিউজিক ভিডিওর কাজ করছি।
মঙ্গলবার দুপুরের মধ্যে আশা করছি গানটি রিলিজ দিতে পারব। হিরো আলম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি।