বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের ১ম বর্ষ পূর্তি
বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের ১ম বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে তলাতলা ঈদগাহ এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব অরূপ সাহা।
প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় কুমার মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন, দৈনিক কালের চিত্রের সহ-সম্পাদক রবিউল ইসলাম, হেড এর নির্বাহী পরিচালক লুইচ রানা গাইন, হ্যাভের ম্যানেজার জি এম সাহেদুর রহমান সাহেদ প্রমুখ।
পরে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের ১ম বর্ষ পূর্তি উপলক্ষে মুখ ও বর্ধির শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি এইড ফাউন্ডেশনের পরিচালক সভারঞ্জন শিকদারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের যতœ করতে হবে। তাদের সম্পদে পরিণত করতে হবে। তাদের দক্ষজন শক্তিতে রূপান্তরিত করতে পারলে তারাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। সমাজের মূল ¯্রােতধারার সাথে তাদের মিশিয়ে দেওয়াই আমার লক্ষ্য।