আসছে নতুন ধারাবাহিক নাটক ‘বউ দৌড়’
বিনোদন ডেস্কঃ
গ্রামীণ পারিবারিক আবহে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘বউ দৌড়’। নাটকটির কাহিনি গড়ে উঠেছে গ্রামে বসবাসকারী ভিন্ন ভিন্ন শ্রেণিপেশার মানুষদের জীবন-জীবিকা, সমাজ-সংস্কারকে কেন্দ্র করে। মানুষগুলোর জীবনে অন্যরকম মোড় আসে যখন আশিক শিকদার ডিভি লটারিতে আমেরিকা গিয়ে দশ বছর পর ফিরে আসে।
বউ দৌড় প্রতিযোগিতা নিয়ে সবার মধ্যে খুব উৎসাহ দেখা গেলেও নিয়মের মারপ্যাচে অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সামস্ করিম।
নির্মাতা জানান, নাটকটি একটি জীবন্ত চলমান আবহে তৈরি। জীবনের প্রতিটি পর্যায় ধাপে ধাপে দেখা যায়। সব মানুষই তার জীবনের কোনো অংশের ছায়া খুঁজে পাবে এতে। ভালো-মন্দ, উত্থান-পতন সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। অনুরূপ সংশ্লিষ্টতা ‘বউ দৌড়’ নাটকে খুঁজে পাবেন দর্শক।
তারকাবহুল নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া, শামীম জামান, নওশীন ইসলাম দিশা, শতাব্দী ওয়াদুদ, রিমি করিম, সমাপ্তি মাশুক, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, শহিদুল্লা সবুজ, রোদেলা মির্জা, শরীফ হোসেন ইমন, স্বর্ণলতা, জিবন রায়, এ্যাথেনা অধিকারী, ম আ সালাম, শেলী আহসান, সফিক হোসেন দিলু, হান্নান শেলি, সেলজুক ত্বারিক, আমের, শখোরিয়া মন্ডল।
আজ সোমবার (৬ ডিসেম্বর) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে ‘বউ দৌড়’ নাটকটি। প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে।