রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষ, প্রাণ গেল বরের চাচার
নিউজ ডেস্ক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষে বরের চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
শনিবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. বেলাল। আহতরা হলেন- আব্দুর রহমান, হারেসুর রহমান, আনোয়ার সাদেক, বরের বাবা মো. আরিফসহ আটজন। এ ঘটনায় কনের চাচাতো ভাইসহ দুজনকে গ্রেফতার করেছে এপিবিএন।
আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, বর ইদ্রিসের সঙ্গে কনে খালেদা বিবির প্রেমের সম্পর্ক চলছিল। এরই জের ধরে চারদিন আগে ইদ্রিসের বাসায় চলে যান কনে খালেদা। বরের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। এ বিয়ে কনেপক্ষ মেনে নিতে পারেনি। এর মধ্যে বরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করলে ক্ষিপ্ত হয় কনেপক্ষ। তারা গভীর রাতে বরপক্ষের ওপর হামলা চালায়। এতে নিহত বরের চাচা।