কলারোয়ায় হাইব্রিড বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
কামরুল হাসানঃ
২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে হাইব্রিড ও উফসী বোরো প্রনোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং উফসী বীজ ও সার বিতরণের উদ্বোধন কর হয়েছে । রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাবাড়ীয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বেনজির হেলাল, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবুল কালাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি অফিসার শেখ ইমরান হোসেন।